উপাসনালয়ের রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমির মাটি কেটে নিয়েছে একটি অস্বাধু চক্র

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে সাত জনের একটি মাটি খেকো চক্র কেটে নিয়েছে পশ্চিম মধ্যপাড়া এলাকার বিভিন্ন জনের প্রায় সাড়ে তিন একর ফসলী জমি। পাশের এলাকার প্রভাবশালী স্বপন চক্রবতী, সোহেল ও মিন্নত আলীদের সাত জনের এই চক্রের কাছ থেকে রক্ষা পায়নি অনেকের ঘর বাড়ি, ফলের বাগান এবং মন্ডলবাড়ি ২টি মন্দিরে যাবার সড়ক ও মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। এক বছরে এসব জায়গার প্রায় ৫০ লাখ টাকার মাটি স্যালো মেশিন ও ড্রেজারের মাধ্যমে কেটে নেয় বলে আদালতে একটি মামলা দায়ের করেন এলাকাবাসী। তবে মামলা তোলে নিতে ঐ চক্রটি জীবনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভোক্তভোগীরা।

Leave a Reply