ইয়াজউদ্দিনে ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা

‘তর্কে-বির্তকে বিজ্ঞানের সাথে’ স্লোগানে বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার দিনভর মুন্সিগঞ্জ শহরস্থ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রানার্সআপ হয়েছে বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ।

`সামাজিক দৃষ্টিভঙ্গী নারীদের তুলনামূলক ভাবে বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে` এ বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন দল বিপক্ষে এবং রানার্সআপ দল পক্ষে যুক্তি-তর্ক খণ্ডন করে।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-সমকাল ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এবার এতে মুন্সিগঞ্জ জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশ নেওয়া অপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- শ্রীনগর উপজেলার সমষপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়, সিরাজদীখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও বকুলতলা এইচএকে উচ্চ বিদ্যালয়।

ওইদিন সকাল ১০টায় ‘তর্কে-বির্তকে বিজ্ঞানের সাথে’ স্লোগানে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহীদুজ্জামান।

প্রতিযোগিতা শুরু হওয়ার পর তর্ক বিতর্ক ও যুক্তি-তর্কের মাধ্যমে বির্তক প্রতিযোগিতাটি প্রাণোবন্ত হয়ে ওঠে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক রেহনুয়া আক্তার দিশা, রামপাল মহাবিদ্যালয়ের প্রভাষক কাজী মো. আশরাফ, রানা শফিউল্লাহ কলেজের প্রভাষক মো. জুনায়েদ, সরকারি হরগঙ্গা কলেজের শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম ও ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রন্থাগারিক শুভঙ্কর মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল সোহান, বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলিফ হোসেন, মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারিী শিক্ষক মো. ইসহাক প্রমুখ।

জাগো নিউজ

Leave a Reply