রামপালের কলা বিলুপ্তির পথে

কাজী সাবি্বর আহমেদ দীপু: এক সময় মুন্সীগঞ্জের রামপালের সাগর কলার দেশ-বিদেশে খ্যাতি ছিল। দেশের চাহিদা মিটিয়ে রামপালের কলা যেত মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকায়। রামপাল বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে কলার কারণেই। রামপালের সাগর কলা মুন্সীগঞ্জের একটি ঐতিহ্যের নাম। সদর উপজেলার রামপাল ইউনিয়নে কলার চাষ বেশি হতো। এক সময় রামপালে প্রায় ৯০ ভাগ কৃষক কলা চাষে জড়িত ছিলেন। একচিলতে ফাঁকা জায়গা পেলেই চাষিরা সেটাকে কাজে লাগাতেন এই ফল চাষ করে। তবে কালের আবর্তে সেই কলা এখন বিলুপ্তপ্রায়।

জানা গেছে, গত ৫ বছর আগেও জেলায় ৫৭৫.৯৫ একর জমিতে কলা চাষ হতো। কলা চাষের জমিতে অধিক লাভজনক ফসল বুনতে শুরু করা থেকেই রামপালের কলা চাষ বিলীন হওয়ার পথে। সদর উপজেলার রগুরামপুর এলাকার মো. আউয়াল বেপারী জানান, তার পরিবারের সবাই এক সময় কলা চাষ করতেন। এর মধ্যে ছিল সবরি, কবরি, সাগর, চাঁপা ও কাঁচকলা। তাদের চাষযোগ্য সবটুকু জমিতেই কলা চাষ হতো। তবে চোরের উপদ্রপ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবসহ একাধিক কারণে একটা সময়ে এসে তাদের কলা চাষে ভাটা পড়ে। একপর্যায়ে তাদের কলা চাষ বন্ধ হয়ে যায়। এখন সেখানে চাষ করা হচ্ছে নানা জাতের সবজি। যেখানে কলার চাষ করা হতো সেখানে এখন মৌসুমি ফসলের চাষ হচ্ছে।

সমকাল

Leave a Reply