এডিসি মোহাম্মদ হারুন অর রশিদ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদ পদোন্নতি পেয়ে উপসচিব পদে নিযুক্ত হয়েছেন। প্রশাসনের ২৬৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। পদোন্নতি প্রাপ্তদের বেশীর ভাগই ২২তম ব্যাচের কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হারুন অর রশিদ।

পদোন্নতি পাওয়ায় তাকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান জেলা প্রশাসক সায়লা ফারজানা।এ সময় বিভিন্ন সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও মুন্সীগঞ্জ জেলার নানান শ্রেণী-পেশার মানুষেরা অভিন্দন জানিয়েছেন। মোহাম্মদ হারুন অর রশিদ মুন্সীগঞ্জ অল্প সময়ে শিক্ষা সাহিত্য, সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply