আরাফাত রায়হান সাকিব: টঙ্গীবাড়ী উপজেলার নাটেশ্বর এলাকার মাজার এর সামনে হতে ১ হাজার পিছ ইয়াবাসহ মাদক বিক্রেতা মোজাফ্ফর ওরফে কেটুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা এসআই খলিলুর রহমান এর নেতৃত্বে এসআই সাখাওয়াত, আলমাস,অমিত হাসান এএসআই নুরুল ইসলাম,সোহেল রানা তাকে গ্রেফতার করে।
এসআই খলিলুর রহমান জানান, মাদক বিক্রেতা কেটু ৫টি পেকেটে মোট ১হাজার পিছ ইয়াবা ট্যাবলেট একটি ব্যাগে ভরে নাটেশ্বর মাজারের সামনের রাস্তায় অন্য কাউকে হ্যান্ডওভার করার জন্য দাড়িয়ে ছিলো। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। সে সদর উপজেলার তিন সিড়ি সুখবাসপুর গ্রামের আব্দুল মজিদ এর ছেলে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply