মেধাবী ছাত্রী সোনিয়া হত্যাকান্ডে সন্দেহভাজন ২ আসামী রিমান্ডে

মুন্সীগঞ্জের গজারিয়ার বহুল আলোচিত মেধাবী কলেজ ছাত্রী সোনিয়া আক্তার (১৯) হত্যাকান্ডে সন্দেহভাজন প্রধান আসামী রাজন ও সিরাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চায় পুলিশ উভয় পক্ষের যুক্তি তর্কের শেষে মুন্সীগঞ্জ জজ কোটের আমলী আদালত -৫ এর বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গজারিয়া থানা অফিসার্স ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেন মুঠোফোনে জানান, বহুল আলোচিত সোনিয়া আক্তার হত্যাকান্ডের আট দিনের মাথায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকা অভিযান চালিয়ে সোনিয়া হত্যার প্রধান সন্দেহভাজন আসামী রাজন ও সিরাজকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো: শহীদউল্লাহ মিয়ার মেয়ে মেধাবী ছাত্রী সোনিয়া আক্তার প্রতিদিনের মতো সকালে ঘরের পাশে টিওবয়েলে হাত মুখ ধোয়ার সময় দূর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই সোনিয়ার সারা শরীরে আগুন ছড়িয়ে প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে টানা চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। সোনিয়ার মা হাজেরা বেগম বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তকে আসামি করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গজারিয়া আলোড়ন

Leave a Reply