রামপালে হাজার হাজার অবৈধ গ্যাসের লাইনের সংযোগের সন্ধান

মুন্সীগঞ্জ হাজার হাজার অবৈধ গ্যাসের লাইনের সংযোগের সন্ধান॥ লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত সরকার। মুন্সীগঞ্জ হাতিমারা, সিপাহীপাড়া ও রামপাল থেকে মালিগাও আবার রামপাল থেকে দেওসার পর্যন্ত দুইজন দালালের মাধ্যমে কয়েকশ গ্যাসের লাইন অবৈধভাবে সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কন্ট্রাকটর দেলোয়ারের শালা মনির হাতিমারা ও সিপাহীপাড়ায় বিভিন্ন লোকদের থেকে ১৫ হাজার টাকার বিনিময় অবৈধভাবে গ্যাস লাইনের সংযোগ দেওয়ার সত্যতা পাওয়া গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় হাতিমারা আনোয়ার হোসেন মৃধার ছেলে রুবেল মৃধার নামে ১ বছর পূর্বে একটি গ্যাস লাইন দেয়া হয়েছে যার কোন কাগজপত্র দেখাতে পারেনি ঐ বাড়ির মালিক।

উল্টো রুবেল অভিযোগ করে বলেন ৪ হাজার টাকার ডিমান্ড নোট কেটে গ্যাস লাইনের জন্য আবেদন করি। দালাল মনিরকে ১১ হাজার টাকা দেই। এক বছর হয়েছে গ্যাসের লাইন পেয়েছি কিন্তু কোন বিলে বই পাইনি। বিল নিতেও কেউ আসেনি। তাদের দেয়া তথ্য মতে পাশ্ববর্তী একটি বাড়িতে যাই সালামত বেপারী পিতা মৃত আলাল উদ্দিন বেপারী তাদের কাছ থেকেও এ ধরনের প্রতারণা করে টাকা নিয়ে গ্যাসের সংযোগ দেয়া হয়েছে কিন্তু বিলের কোন কাগজ দেয়া হয়নি। একই জায়গায় রশিদ পুস্তি ও হুমায়ুন পুস্তিকেও গ্যাসের সংযোগ দেয়া হয়েছে পরবর্তীতে গ্যাস অফিসের কর্তৃপক্ষ গিয়ে ঘুষের টাকা না পাওয়ায় গ্যাস লাইনের রাইজার খুলে নিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে রামপাল গোসাইবাগের ডা. জসিম উদ্দিনের পুত্র আব্দুস সালাম রতন একজন গ্যাস অফিসের দালাল। তার মাধ্যমে কয়েকশ গ্যাসের সংযোগ দিয়েছেন যার কোন কাগজপত্র নেই। ১ লাখ থেকে শুরু করে যার থেকে যত নিয়ে পারা যায় এমনভাবে অগণিত সংখ্যক গ্যাসের সংযোগ দেয়া হয়েছে।

গ্যাস কন্ট্রাকটার আব্দুস সালাম রতন জানান, সমস্ত দেশেই এ ধরনের অনেক লাইন দেয়া রয়েছে। লক্ষ লক্ষ লাইন দেয়া হয়েছে। মুন্সীগঞ্জে এর ধরনের হাজার হাজার লাইন দেয়া হয়েছে। তিনি স্বীকার করেছেন যে এমন অনেক লাইন তিনি দিয়েছেন গ্যাসও পাচ্ছে গ্রাহক কিন্তু বিল দিতে হয় না। কারণ হিসেবে তিনি সরকারকে দায়ী করে বলেছেন হঠাৎ করে বই দেয়া বন্ধ করে না দিলে সকলেই বিল জমা দিতে পারতো। আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা বিল দেয় এটা ঠিক না। তবে জানুয়ারীর মধ্যে সকলকে বিলের বই দিয়ে দেওয়া হবে। তিনি তার ভূল স্বীকার করে বলেন, বড় ভাইদের অনেক লাইন দিতে হয় তাই এ ধরনের অনেক লাইন দেয়া আছে মুন্সীগঞ্জে।

বিষয় হলো অবৈধভাবে লাইন দিলেও তিতাস গ্যাস অফিসের অফিসারদের টাকা দিয়ে গ্যাসের লাইনগুলো বৈধ করা হয়। বৈধ করতে সময় লাগলে সেগুলো এভাবে পড়ে থাকে এবং গ্রাহক বিল না দিয়েই গ্যাসের সংযোগ নিয়ে চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, রামপালের মুনছুর নামের আরো একজনের কথা বলেন সেও অনেকগুলো লাইন অবৈধভাবে দিয়েছেন। অপরদিকে মুক্তারপুরের মনিরের সাথে তার সেল ফোনে ০১৯৪৬৫৪২৪২৩ নাম্বারে যোগাযোগ করা হলে রিং হলেও তিনি তার সেলফোনটি রিসিভ করেননি।

আব্দুস সালাম রতন আরো জানান, সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এটা অস্বীকার করে বলেছেন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলম মজুমদার বলেন, অতি দ্রুত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার ব্যবস্থা গ্রহণ করবো। গজারিয়া উপজেলায় ১০ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মুন্সীগঞ্জের সকল অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে।

ক্রাইম ভিশন

Leave a Reply