মুন্সীগঞ্জের সদরের মাঠপাড়ায় স্বাক্ষী শেষে মো: শাকিল হোসেনকে (৪১) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোর্টে মামলার স্বাক্ষী দিয়ে বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আহত শাকিল হোসেন জানান, বেলা দুপুর ১২টার দিকে আমাকে অজ্ঞাতনামা একজন মাঠপাড়ার চায়ের গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে জমি নিয়ে আমাদের সাথে বিরোধ থাকা ফিরোজা বেগম (৪৫), মো: আতিক (৪০), ফিরোজার বাবা মো: আনোয়ার (৬৫), দেখতে পাই। তারা দূর থেকে অজ্ঞাতনামা কয়েকজনকে আমাকে দেখিয়ে পাঠায়, তারা সামনে এসে আমাকে কুপিয়ে আহত করে। আমার সাথৈ থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। তারা একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আমাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নারায়নগঞ্জ পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ এই ঘটনায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মুন্সিগঞ্জ ক্রাইম টিভি
Leave a Reply