টঙ্গীবাড়ীতে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার কারা মুক্তির দাবীতে টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে । শনিবার বিকালে টঙ্গীবাড়ী উপজেলা সংলগ্ন প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে সংগঠনটির কয়েক শতাধিক নেতাকর্মি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান খান এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ডি এম বেলায়েত শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক খালিদ হাসান খান, যুগ্ম সাধারন সম্পাদক সিজান আহম্মেদ অন্তু, যুগ্ম সাধারন সম্পাদক জয় গোস্যামী, সাংগঠনিক সম্পাদক মো: আরাফাত শেখ, দপ্তর সম্পাদক মেহীদি হাসান রাব্বী সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। এ সময় বক্তব্যে মিজান খান বলে, ফয়সাল মৃধাকে জামিন না দেওয়া হলে টঙ্গীবাড়ী ছাত্রলীগ আরো কঠোর আন্দোলনে নামবে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply