ছুটি কাটাতে সমুদ্র ভ্রমণে যাওয়ার পথে নিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন ডিএমপিতে কর্মরত গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার এএসআই সাবিনা ইয়াসমীন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এলাকায়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বাসিন্দা সদ্য বিবাহিত গোয়েদা পুলিশের এএসআই ও তার স্বামী কক্রবাজার বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি আলীপুরা থেকে বের হয়ে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভবেরচর বাসষ্ট্যান্ডে পায়ে হেঁটে যাওয়ার পথে সাতকাহনিয়া গ্রামের রাস্তার পাশে মহাসড়কে থেমে থাকা প্রাইভেট গাড়ীতে থাকা তিন দৃর্বৃত্ত নব দম্পতির ওপর চড়াও হয়ে সাথে থাকা লাগেজে নগদ চল্লিশ হাজার টাকা কক্সবাজারগামী চেয়ার কোচের দুটি টিকেট, পুলিশের ছুটির সিসি, মোবাইল ফোন, ডাচবাংলা ব্যাংকের ক্রেডিটকার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম গতকাল শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষযে আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
গজারিয়া নিউজ
Leave a Reply