মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে পদ্মায় গোসল করতে নেমে নাছিমা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা থেকে আত্মীয় জাকির হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে এসেছিলেন। এছাড়া নাছিমার মেয়ে তানিয়া নিখোঁজ রয়েছে।
শনিবার দুপুরে একই পরিবারের মা, দুই মেয়ে ও ভাগনিসহ চারজন পদ্মায় গোসল করতে নামে। পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধারে নামেন। এ সময় নাছিমার ভাগনি যুথী (১৩) ও মেয়ে সোনিয়াকে (১৫) উদ্ধার করা সম্ভব হয়। বেলা সাড়ে ৩টায় নদীর মাঝ থেকে নাছিমার লাশ উদ্ধার করা হয়। তবে তার মেয়ে তানিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।
যুগান্তর
Leave a Reply