টঙ্গীবাড়ীতে জমির ধান খাওয়ায় গরুকে কুপিয়ে হত্যা

জমির ধান খাওয়ায় ৬০ হাজার টাকা মূল‌্যের গরুকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা হাসাইল বানারী ইউনিয়নের মান্দ্রা গ্রামে রবিবার সন্ধায় এ ঘটনা ঘটে। গরুর মালিক আকবর মাঝির স্ত্রী জানান, তাদের পালিত একটি গাভিকে বাড়ির পাশের নদীতে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন।

এ সময় গাভিটি ছুটে গিয়ে পাশের আব্দুল হাই বকাউল এর ধানের জমির ধান ক্ষেতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হাই বকাউল ধারালো দা দিয়ে গাভীটিকে কুপিয়ে নির্মমভাবে আহত করে। পরে মৃত্যূরত অবস্থায় গরুর মালিকের আত্মীয় স্বজনরা মিলে গরুটিকে জবাই করে দেয়।

আকবর মাঝি জানান, আব্দুল হাই বকাউলের সাথে আমাদের পূর্বে বিরোধ থাকায় আমার গরুটিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সে। এ ব্যাপরে বিচার চেয়ে আকবর মাঝির স্ত্রী রবিবার রাতে হাসাইল নদীর পারে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আর কান্না করছেন।

বিক্রমপুর চিত্র

Leave a Reply