সাংসদ মৃণাল কান্তির গাড়ির সামনে শুয়ে চালকদের দাবি

ব্যাটারি চালিত রিক্সা চালুর দাবিতে এমপির গাড়ির সামনে শুয়ে পড়লো ব্যাটারি চালিত রিক্সা চালকরা। পৌর এলাকায় যাতে চালকরা ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারে তাই এই কর্মসুচি বলে জানিয়েছেন চালকরা। মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সুপার মার্কেট এলাকায় চালকরা তার গাড়ির সামনে এসে শুয়ে পড়ে। সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত তারা এই অবস্থান করে। পরে এমপি এডভোকেট মৃণাল কান্তি দাসের আশ্বাসে তারা অবস্থান সরিয়ে নেয়।

চালক দেলোয়ার হোসেন জানান, ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমরা সবাই পরিবার চালাই। এমতঅবস্থায় যদি না চালাতে দেওয়া হয় তাহলে আমরা পরিবার নিয়ে রাস্তায় বসে যাবো। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারবে না। আমরা মানববন্ধন, অনশনসহ নানাভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসাবে আজ সকালে সুপার মার্কেট এলাকায় এমপির গাড়ির সামনে আমরা সবাই শুয়ে পড়ি এবং অবস্থান নেই। তিনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও পৌরসভার নির্দিশে পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধে করে দেয়া হয়।

বিডিলাইভ

Leave a Reply