১৯১৯ সালে প্রতিষ্ঠিত জেলার একমাত্র স্বীকৃত দুই শিফটে পরিচালিত বিদ্যালয় হচ্ছে ঐতিহ্যবাহী বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। আজ শান্তিপূর্ণ ভাবে শেষ হলো ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৭ খ্রীঃ। প্রিজাইডিং অফিসার জনাব, আনন্দ ময় ভৌমিক অদ্য বিকালে নির্বাচিতদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।
মাধ্যমিক স্তর থেকে নির্বাচিত হয়েছেন ব্যাবস্থাপনা কমিটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাক্তি জনাব, ম.মনিরুজ্জামান শরীফ (৬ষ্ঠ বারের মতো) ও জনাব, মিয়া মাহবুব আলম (তৃতীয় বারের মতো) প্রাথমিক স্তর থেকে নির্বাচিত হয়েছেনঃ জনাব, মামুন মিয়া (দ্বিতীয় বারের মতো) ও জনাব, হাজী মোঃ নুরুজ্জামান মিয়া (তৃতীয় বারের মতো)। দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব,মোঃ নাজির হোসেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন জনাবা,সাবিনা ইয়াসমীন সখী। শিক্ষক সদস্য (পুরুষ) হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব,রিয়াসাত উল্লাহ্ ও জনাব,বাবু তরুণ কুমার গুহ্ এবং সংরক্ষিত মহিলা থেকে জনাবা, গায়ত্রী রাণী সাহা।
পরবর্তীতে নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করবেন,অতঃপর সম্মিলিতভাবে একইভাবে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হবে। বিদ্যালয়টির শতবর্ষ উদযাপিত হবে উক্ত কমিটির মাধ্যমেই।
সিফাতের এফবি থেকে
Leave a Reply