মিডিয়া কাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন

মুন্সীগঞ্জে প্রথম মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে। শনিবার বিকাল ৩ টায় রামপাল হাইস্কুল মাঠে আলোর প্রতিমা আয়োজিত এই খেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিক্ষা ও আইসিটি মুহা. হারুন অর – রশিদ। এতে উদ্ধোধনী দিনে ৪ টি দল অংশ নেন।

প্রথম পর্বে রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমি মিরকাদিম পৌর যুব সংঘকে ২৮ রানে পরাজিত করে বিজয়ী হন।দ্বিতীয় পর্বে রামপাল যুব উন্নয়ন ফোরাম ২৮ রানে টার্গেট দেয় প্রতিপক্ষ কোধাল ধোয়া রাইডার্সকে। পরে কোধাল ধোয়া রাইডার্স দুই উইকেটে বিজয়ী হন। নিজু, চিতা, রবিন, রাকিব, সাদ্দাম ওও আকাশদের খেলা দর্শক নন্দিত হয়।

এতে আলোর প্রতিমার সম্পাদক মাহবুব আলম জয়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো: সাইদুজ্জামান খান, মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগি অধ্যাপক রাসেল কবির, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: পিয়ার আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আয়নাল হক স্বপন, রামপাল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: এনামুল হক সাইফুদ্দিন, সমাজ সেবক মো আলী আজগর বেপারী, সংগঠক এড. জামিল সিদ্দিকী বাপ্পি ও শামীম হাসান হাসান শেখ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সতীর্থ ২০০৭ এর সভাপতি ফরহাদ আহমেদ সবুজ, আলোর প্রতিমা নির্বাহী সম্পাদক রানা মাসুদ সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্য মুহা. হারুন অর রশিদ বলেন, মুন্সীগঞ্জ ক্রীড়াঙ্গনে ভাল এগিয়ে যাচ্ছে।খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে অপশক্তি ও অপসংস্কৃতি বন্ধ করতে সকলকে এক যোগে কাজ করকে হবে।

Leave a Reply