আরিফ হোসেন: শ্রীনগরে ঋণ না পেয়ে এনসিসি ব্যাংক ম্যানেজারের গাড়ি ভাংচুর করেছে সোহেল নামে এক বখাটে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীনগর- দোাহার বাইপাস সড়কে এঘটনা ঘটে। এঘটনায় ব্যাংটির ম্যানেজার লিয়াকত আলী জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীনগর থানায় একটি জিডি করেছেন। এছাড়া ব্যাংক ম্যানেজারের গাড়ী ভাংচুর করার আগে ওই বখাটে তার আপন ভাইয়ের গাড়িতেও ভাংচুর চালায়।
শ্রীনগর এম,রহমান মার্কেটে অবস্থিত এনসিসি ব্যাংকের ম্যানেজার লিয়াকত আলী জানান, স্থানীয় মেসের খলিফার ছেলে সোহেল তার ব্যাংকে ঋণ চেয়ে আবেদন করে। কিন্তু কাগজপত্র ঠিক না থাকায় তাকে তা ঠিক করে আনতে বললে সে তার উপর ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাইপাস এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সোহেল এনসিসি ব্যাংকের ম্যানেজার লিয়াকত আলীর প্রাইভেট কারের ( ঢাকা মেট্রো গ ৩৭৪৮৬৭) গতি রোধ করে তাতে ভাংচুর চালায়। এঘটনায় ভীত হয়ে লিয়াকত আলী শ্রীনগর থানায় একটি জিডি করেছেন। স্থানীয়রা জানায়, এর আগে সোহেল তার আপন ভাইয়ের গাড়িও ভাংচুর করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসআই রহমতকে পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে।ুু এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply