বিশ্বজুড়ে ধ্বংস লীলায়
ধরনী পাপে যখন ভরা
পৃথিবী তখন তাকিয়ে ছিল
পেতে নূরের তারা
সৃজনপতি সৃজন কর্তা
ধরায় দিলেন আলোক বার্তা
রহমতের চাঁদ,একটি সংসংবাদ,
রবিউল আউয়াল ১২ তারিখ
মর্ত্য জুড়ে নূরের আলো
ফুটলো একটি নতুন ফুল
তিনি মুহাম্মদ রাসূল।
শ্রেষ্ঠ তিনি প্রিয় নবী
দুনিখিলের প্রাণের ছবি
উম্মত উম্মত বলে যিনি
কাঁদলেন সারা জীবন
তাহার তরে উৎসর্গ কর
মায়ার এই ভূবন।
Leave a Reply