সরকারি জমির মাটি হরিলুট!

রাজস্ব হারাচ্ছে সরকার
ইমতিয়াজ উদ্দিন বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি খাস খতিয়ানের জমির মাটি এবং ফসলি জমির মাটি হরিলুটে ব্যস্ত হয়ে পড়েছে একটি চক্র। এ যেন মাটি কাটার মহোৎসব। লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এসব মাটি কেটে নিয়ে গেলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গোয়ালখালী মৌজার ধলেশ্বরী নদীর পাড় কেটে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে সরকারি খাস খতিয়ান ও লিজকৃত জমির মাটি এবং ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির মহোৎসব। ভূমিদস্যুরা ট্রলারে করে মাটি কেটে অবাধে নিয়ে যাচ্ছে। দিনভর মাটি কেটে ট্রলারে ভর্তি করে চলে যাচ্ছে নির্দিষ্ট ইট ভাটার উদ্দেশ্যে।

ফুলহার গ্রামের নেওয়াজ আলীর ছেলে শাহ আলম (৪৫), আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে বাবুল মিয়া এবং কালিপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে মোখলেছের (৪৩) নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রি করছে। প্রতিদিন ১৫-২০টি ট্রলারে করে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। অভিযুক্ত বাবুল মিয়া বলেন, ‘আমি আগে মাটি কেটেছি, এখন অন্যেরা কাটে, আমি কাটি না’। চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান, মাটিকাটা চক্রটিকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, আমি কোনো অভিযোগ পাইনি। এ ধরনের অভিযোগ পেলে সরকারি স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।

সমকাল

Leave a Reply