আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে দুই প্যানেলের মনোনয়নপত্র জমামুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন দুপুরে প্রথমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও পরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল জমা দেয়া হয়েছে। তবে, এদিনের টক অব দ্য কোর্ট ছিল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের গত ৫ জুন তারিখে ঘোষিত সভাপতি এডভোকেট লুৎফর রহমানের বসে যাওয়া। তার বদলে এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিয়েছে সেদলের সিনিয়র আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক- এডভোকেট মোঃ ছালাহ্ উদ্দিন ঢালী, সহ-সভাপতি এডভোকেট মোঃ রেজাউর রাজ্জাক প্যারট, এডভোকেট মোঃ পারভেজ আলম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রেক্সনা আক্তার লাকী, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট সোহেল হোসেন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ সুমন মিয়া সরদার, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া ও নাট্য সম্পাদক এডভোকেট মোঃ হোসেন রানা, কার্যকরী সদস্যরা হলেন- এডভোকেট মোঃ ইকবাল হোসেন, এডভোকেট মোঃ সামছুদ্দিন ভূইয়া, এডভোকেট শ.ম ইয়াজুর রহমান মনা, এডভোকেট মোঃ সোলেমান মিন্টু ও মোঃ আসাদুজ্জামান উজ্জল।

অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক- এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টু, সহ-সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান, এডভোকেট ফয়সাল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম সরদার, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সিরাজুল হক লিটন, দপ্তর সম্পাদক এডভোকেট ফরাজী সামছুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ হোসেন আলী, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট নাহিদ উজ্জ্বল, ক্রীড়া ও নাট্য সম্পাদক এডভোকেট মোঃ নয়ন মিয়া, কার্যকরী সদস্যরা হলেন- এডভোকেট অনিল সরকার, এডভোকেট কামরুজ্জামান মুকুল, এডভোকেট মাহাবুবা মান্নান সুমী, এডভোকেট চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন ও এডভোকেট রিনা বেগম।

আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ জুন মনোনয়নপত্র প্রত্যাহার। ৮ জুন প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ। ২১ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা। ২ জুলাই চুড়ান্ত ফলাফল ঘোষণা। মোট ভোটার সংখ্যা ৩২৫জন।

এনবিএস

Leave a Reply