আল মাসুদ: মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতারে অংশ নেয়। মঙ্গলবার প্রেস ক্লাবের আঙ্গিনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার-পূর্ব আলোচনা সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জামে মসজিদের খতিব ৷ ইফতার-পূর্ব এক আলোচনা সভায় বক্তারা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মো. মাফুজুল হক, এডিসি (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, এডিসি(সার্বিক, শিক্ষ ও আইসিটি) মোহা. হারুন-অর-রশীদ, এডিএম একেএম শওকত আলম মজুমদার, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মো. তাওহীদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, শহর আওয়মী লীগের সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, সদও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিমু, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সভাপতি ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, ঢাকা-মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, জেলা যুবলীগের সভাপতি আক্তার-উজ-জামান রাজিব, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির সভাতি রেজাউল ইসলাম সংগ্রাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমী রাজন, জেলা পরিষদ সদস্য ও শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, পৌর কান্সিলর নার্গিস আক্তার, হরেন্দ্র লাল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্নম সম্পাদক মুশফিকুর রহমান লেলিন প্রমুখ।
প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, দুই সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও অ্যাডভোকেট সুজন হায়দার জনি, আতিকুর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, অ্যাডভোকেট আবুসাঈদ সোহান, সাব্বির আহম্মেদ দীপু, বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, অ্যাডভোকেট লাবলু মোল্লা, জসিমউদ্দিন দেওয়ান, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, কেএন ইসলাম বাবুল, গজারিয়া প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন ও সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন, শ্রীনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোট জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, মাহাবুব আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মঈনদ্দিন সুমন, কোষাধ্যক্ষ অ্যাভোকেট সেতু ইসলাম, দফতর সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, আইসিটি সম্পাদক তানজীল হাসান, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, কার্য নির্বাহী সদস্য আব্দুস সালাম ও মাসুদ রানা, শেখ আলী আকবর, মাহবুবুর রহমান, ফারহানা মির্জা, শেখ মোহাম্মদ শিমুল, সামসুজ্জামান পনির, নজরুল হাসান ছোটন, আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম, সুব্রত দাস রনক, আবু বক্কর মাঝি, অধীর রাজবংশী, সালাউদ্দিন সালমান, আরাফাত বাবু, নাদিম মাহমুদ, আল মামুন, আল আলম মিতুল, সাইফুর রহমান, আসাদুল্লাহ আসাদ,আবু হানিফ রানা,ফটো সাংবাদিক সুমিত সরকার সুমন,মহসিন রেজা,রাজিব হোসেন বাবু,সাজ্জাত হোসেন,তানজিল ইসলাম প্রমুখ।
বিডিমর্নিং
Leave a Reply