মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের সদরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহতের মামলায় গ্রেপ্তার তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সুমি এ আদেশ দেন।
এই ঘটনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রহিম এবং আকতার ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে রহিম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ পুলিশের একটি দল ঢাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে। এর আগে ঘটনার দিন আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান ওসি।
মুন্সীগঞ্জ আদালতের পরিদর্শক হারুন অর রশিদ জানান, প্রধান আসামি রহিমসহ গ্রেপ্তার হওয়া তিনজনের ছয়দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এনটিভি
Leave a Reply