লৌহজংয়ে খালে ড্রেজিংয়ে বালু-মাটি উত্তোলন

হুমকির মুখে কৃষিজমিসহ বিভিন্ন স্থাপনা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরি-তালতলা, গৌরনদী ও গোয়ালীমান্দ্রা খালে ড্রেজিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার কোনো খালে সরকারিভাবে বালুমহালের ইজারা দেওয়া না হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় একাধিক চক্র প্রতিনিয়ত ড্রেজিং করেই চলছে। দিনের পর দিন সরকারি খালের মাটি কেটে নিলেও উপজেলা প্রশাসন বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ রয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। ফলে হুমকির মুখে পড়েছে খাল সংলগ্ন এলাকার ফসলি জমি ও ৬ থেকে ৭টি গ্রামের শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এখনই এ বালুদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বাড়িঘর, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়ে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলার ডহুরি-তালতলা, গৌরনদী ও গোয়ালীমান্দ্রা_ এই তিন খালের বিভিন্ন স্থানে কারপাশা গ্রামের লিংকন হালদারের ৪টি, মাহবুবের ১টি, মৌছামান্দ্রা গ্রামের সোহেল খানের ২টি, গোয়ালীমান্দ্রা গ্রামের মোশারফের ২টি, খিদিরপাড়া ইউনিয়নের শাহীনের ২টিসহ মোট ১২টি ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। রাতের আঁধারে ড্রেজিংয়ের মাধ্যমে খালের বালি ও পার্শ্ববর্তী জমির মাটিও কেটে নিচ্ছে চক্রটি।

গ্রামবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার প্রভাবে বালু সিন্ডিকেট চক্রটি সরকারি খাল থেকে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে নিচ্ছে।
গ্রামবাসী আরও জানান, সম্প্রতি এ ব্যাপারে কয়েক দফা প্রতিবাদ করেও তারা কোনো সুফল পাননি। এমনকি একাধিকবার ইউএনওকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বালুদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হুমকির মুখে পড়েছে খাল-সংলগ্ন ফসলি জমি ও ৬ থেকে ৭টি গ্রামের শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট ও মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

ডহুরি-তালতলা খালে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত লৌহজংয়ের খিদিরপাড়া গ্রামের শাহিন বলেন, আশপাশের জমিগুলোর মালিক আমার আত্মীয়স্বজন, তারা কিছু বলে না। এ ছাড়া ড্রেজার দিয়ে খালের ভেতর চ্যানেল করেই বালু উত্তোলন করা হচ্ছে। তিনি আরও জানান, এই খালে যারা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত, তারা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী।

এ প্রসঙ্গে লৌহজংয়ের ইউএনও মো. মনির হোসেন রোববার বিকেলে বলেন, উপজেলার কোনো খাল থেকে বালু উত্তোলন বা মাটি কাটার জন্য সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি। ড্রেজিংয়ের মাধ্যমে খালের মাটি কাটার অভিযোগ পেয়ে দুই মাস আগে প্রশাসন অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছিল। বালুদস্যুরা আবারও ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কেটে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সমকাল

Leave a Reply