ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঈদে ঘরমুখো মানুষের ফেরায় অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো: হাসেম উদ্দিন জানান, সকালে মেঘনা সেতুর উপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। রেকার দিয়ে বিকল হওয়া ট্রাকটি দ্রুত সরানো হলেও মহাসড়কে গাড়ি বেড়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ছে। আর যানজটে আটকে ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো যাত্রীরা।

অনেকে আবার যানজট নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে যানজট নিয়ন্ত্রণে তারা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো: হাসেম উদ্দিন।

চ্যানেল আই

Leave a Reply