আরিফ হোসেন: শ্রীনগরে মাদক ব্যবসার অভিযোগে এক যুবদল নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। এঘটনায় পুলিশেকে তথ্য দেওয়ার সন্দেহে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে ওই যুবদল নেতা। ঈদের আগের দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার সমসাবাদ এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদকে সামনে রেখে ষোলঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো ঃ রতন (৪২) এর বাড়িতে বিপুল পরিমান মাদক মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে রতনের বাড়িতে কোন মাদক না পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে পরদিন দুপুরে রতন ওই এলাকার ভূমি ব্যবসায়ী মতিউর রহমান মতি (৪৫) এর উপর লোহার সাবল দিয়ে হামলা চালায়। এসময় মতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন রাতেই মতি শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। মতিউর রহমানের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply