সিরাজদীখানে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে বলে ইউপি সদস্য নয়ন রোজারিও জানান।
বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা রিকশা নিয়ে বেরিয়ে যান। এর পর তার মা শিশুটিকে বাসায় একা রেখে কাজে গেলে পাশের বাসার ভাড়াটিয়া সফিউদ্দিন ওই বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার এবং সফিউদ্দিনকে আটক করে। সফিউদ্দিনের বাড়ি নরসিংদী জেলায়।
পরে স্থানীয় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী মেম্বার মায়া রানী সরকার ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নয়ন রোজারিও ধর্ষকের শাস্তি হিসেবে তার দেশের বাড়ি নরসিংদী পাঠিয়ে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নয়ন রোজারিও বলেন, সফিউদ্দিন ধর্ষণের চেষ্টা করেছিল তবে, শিশুর মা কোনো অভিযোগ না করায় ধর্ষণকারীকে তার গ্রামের বাড়ি নরসিংদী পাঠিয়ে দিয়েছি।
সমকাল
Leave a Reply