টঙ্গিবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ, গৃহবধূ আটক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে আমেনা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার বেশনাল গ্রামের নিজ বাড়ি থেকে ওই গৃহবধূকে আটক করা হয়। আটক গৃহবধূ অপহরণকারী অনিক মাদবরের মা।

শনিবার বিকেলে ছাত্রীটি বিদ্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কামারখাড়া গ্রামের হারেজ কাজীর বাড়ির সামনে থেকে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনির মাদবরের ছেলে অনিক মাদবরসহ অজ্ঞাতপরিচয় আরও দুই স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে ছাত্রীটির মা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় অনিক মাদবর, তার মা আমেনা বেগমসহ চারজনকে আসামি করে অভিযোগ করেন। এর পরই পুলিশ গতকাল সকালে আমেনা বেগমকে আটক করে।
স্কুলছাত্রীর বাবা জানান, বখাটে অনিক মাদবর বিভিন্ন সময় তার মেয়েকে উত্ত্যক্ত করত। এ ব্যাপারে তার মায়ের কাছে বিচার দিলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
টঙ্গীবাড়ী থানার এসআই সোহেল সরকার জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমেনা বেগমকে আটক করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

সমকাল

Leave a Reply