মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি

পেনশন, বেতন-ভাতাসহ সব সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার লক্ষ্যে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সদস্যরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

জেলা পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আহম্মেদের সভাপত্বিতে ব্যক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সহ সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, পৌরসভার উচ্চমান সহকারী শহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাছিমা বেগম আন্না, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল আলম, সহকারী হিসাবরক্ষণ হারুন-অর-রশীদ, বাজার পরিদর্শক হুমায়ূন ফরিদ প্রমুখ।

জেলা পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আহম্মেদ বলেন, আমাদের বেতন, পেনশন, ভাতাসমূহ সরকারের কোষাগারের আওতায় আনা হোক। পৌরসভার মেয়র সহ উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের এ অবস্থান কর্মসূচির সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply