শ্রীনগরে জমি দখল

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে খোরশেদ আলী খান নামের এক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জোর করে জমি দখল ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগে সাতজনকে আসামি করে সোমবার মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছেন ওই ব্যবসায়ী। খোরশেদ উপজেলার তিনগাঁও গ্রামের বসিন্দা। তিনি জানান, একই গ্রামের হাজি জয়নাল হাওলাদারের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল তার।

এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠক হয়েছিল। কিন্তু বিল্লাল সালিসের সিদ্ধান্ত মানতে অস্বীকার করে। রবিবার উপজেলার চালতিপাড়া ও শ্রীনগর উপজেলার বেজগাঁও এবং ষোলঘর এলাকা থেকে প্রায় এক থেকে দেড় শ সন্ত্রাসী ভাড়া করে বিল্লাল তার জমি দখলে নেয়। এ সময় তারা প্রায় ২০টি ফলদ গাছ কেটে নিয়ে যায় এবং খোরশেদ আলীকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার পরদিন খোরশেদ আলী বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে একটি মামলা করেন। এ ব্যাপারে বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালের কন্ঠ

Leave a Reply