চলে গেলেন মধুদা’র ছেলে

বাবুল চন্দ্র দেঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে’র (মধুদা) ছেলে বাবুল চন্দ্র দে আর নেই। গত ১৪ জুলাই দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মধুর ক্যান্টিনের বর্তমান পরিচালক ও বাবুল চন্দ্র দে’র ভাই অরুণ চন্দ্র দে জানান, শুক্রবার সকাল ১০টায় পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মধুদার ছয় মেয়ে আর পাঁচ ছেলের একজন বাবুল চন্দ্র দে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকালে ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মধুদা এবং তার স্ত্রী যোগমায়া দে,ছেলে রণজিৎ কুমার,বৌমা রাণী দে ও মেয়ে রানু দে শহীদ হন।

বাংলাদেশের রাজনীতির ‘আঁতুড়ঘর’ হিসেবে মধুর ক্যান্টিনের খ্যাতি দেশজোড়া। মধুদা’র প্রতিষ্ঠিত ক্যান্টিনটি পাকিস্তান আমলে সংগ্রামী ছাত্রজনতাকে নানাভাবে সহায়তা করেছে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply