মুন্সীগঞ্জের সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৩০ জনকে আটক করা হয়েছে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিশেষ অভিযানের এ তথ্য জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ডিআইজি অফিসের আদেশক্রমে এই অভিযান চালানো হয়।বিভিন্ন থানা এবং রিজার্ভ পুলিশ এই অভিযান পরিচালনা করে এবং এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্য রিপোর্ট
Leave a Reply