শ্রীনগরে এইচএসসিতে সেরা ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ!

আরিফ হোসেন: ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় শ্রীনগর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৮৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ১২৩৯জন। গড় পাশের হার ৬৭.২৬%। ফলাফলের দিক থেকে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম হয়েছে ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানটির পাসের হার ৮৬.৩৬%, খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ ৮৪.৭৪%, শ্রীনগর সরকারী কলেজ ৬৮.১৩%, হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ ৬৫.৯৬, রাঢ়ীখাল জেসিবোস কলেজ ৫৫.১৭%, বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ৫২.৫৩%, ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের পাসের হার ৩৩.৩৩%।

২০১৫ সালে শিক্ষা বোর্ড থেকে ভাগ্যকুল স্কুলটি কলেজ হিসেবে অনুমোদন পায়। প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় ২২জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১৯জন পাশ করেছে।

Leave a Reply