শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ,আহত ২

আল মাসুদঃ মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল এলাকায় বালুবাহী ট্রলি চাপায় অনব রাজবংশী (০৬) নামের এক শিশু নিহত ও আহত আরোও ২ জন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে।নিহত অনব রাজবংশী ভাগ্যকুলের রাম শ্যামল রাজবংশী ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন জানান,বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীনগরের ভাগ্যকুলের ওয়াবদা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বালুবাহী ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই অনব রাজবংশী নামে এক শিশু নিহত হন ও আহত হন অনবের দাদী গোলাপী রাজবংশী ও শিউলী আক্তার নামের এক পথচারী।এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো জানান, বালুবাহী ট্রলিটি চাপা দিয়ে দ্রত পালিয়ে যায়।

বিডিমরর্নিং

Leave a Reply