মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর লাথিতে স্ত্রীর কোল থেকে পড়ে বায়োজিদ (১১ মাস) নামে এক সন্তানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনয়নের নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বায়োজিদের বাবার নাম শফিকুল ইসলাম সেন্টু (২৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শফিকুল ও তার স্ত্রী শারমিন আক্তারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকুল ক্ষিপ্ত হয়ে স্ত্রী শারমিনকে লাথি মারলে স্ত্রীর কোলে তাদের ১১ মাস বয়সী ছেলে বায়োজিদ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর থেকেই শিশুটির বাবা শফিকুল পলাতক রয়েছেন।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বিকেল ৪টায় ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শীর্ষনিউজ
Leave a Reply