আওয়ামী লীগের সভায় ফিরিয়ে দেয়া হলো এ্যাটর্নি জেনারেলের টাকা

এতদিন ছিলেন কোথায়? এত ১৫ আগস্ট গেল, কখনও তো দেখলাম না। আর অনুদানতো দূরের কথা, উঁকিও দেননি। আওয়ামী লীগের দুঃসময়ে পাওয়া যায়নি কোনকালে। কত মামলা আর নির্যাতনের শিকার হয়েছে এখনকার নেতাকর্মীরা। খোঁজ নিয়েছেন? আর এখন তৈরি করা মাঠে বিশৃঙ্খলা লাগাইতেছেন। আপনার এই টাকার প্রয়োজন হবে না। এমন নানা উক্তি করে এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলমের দু’লাখ টাকা ফেরত দেয়া হয়।

শুক্রবার বিকেলে লৌহজং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ওয়ার্কিং কমিটির সভা চলছিল আসন্ন জাতীয় শোক দিবস নিয়ে। এমন সময় এ্যাডভোকেট মাহবুবে আলম সেখানে প্রবেশ করতেই হৈচৈ শুরু হয়। তিনি ১৫ আগস্ট আয়োজনের জন্য তার তরফ থেকে দুই লাখ টাকা বের করে দেন। কিন্তু তাকে এই টাকা ফিরিয়েই দেননি বরং সেখানে উপস্থিত ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ হট্টগোল শুরু করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার তাকে এই সভায় কিছু বক্তব্য রেখে চলে যেতে বলেন। কিন্তু সাংগঠনিক বিধান চ্যালেঞ্জের আপত্তি তুলেন উপজেলা আওয়ামী নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী। হৈহুল্লড় অবস্থায় জাকির হোসেন ব্যাপারী বলেন, আপনি আইনের লোক হয়ে কিভাবে ওয়ার্কিং কমিটির সভায় আসছেন। আপনার মতো সম্মানিত লোক যদি এমন কাজ করেন, তাহলে? এ সময় এ্যাটর্নি জেনারেল এক বিব্রতকর অবস্থায় পড়েন। সভাটিতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কর্মকর্তা, ইউনিয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের এক নম্বর নির্বাহী সদস্য স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এতে উপস্থিত ছিলেন।

জনকন্ঠ

Leave a Reply