একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম গ্রেফতার ২

টঙ্গীবাড়ী উপজেলার দোরাবতী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বৃহস্পতিবার রাতে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় তারা এখন ঢামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে শুক্রবার মুন্সীগঞ্জ আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার দোরবর্তী গ্রামের মোসলেম বেপারীর সঙ্গে প্রতিবেশী নজরুলগংদের জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে আপস সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সালিশি বৈঠকের আগেই নজরুল, রাকিব, হিমুগংরা প্রতিপক্ষ মোসলেম বেপারী, তার ছেলে আরিফ ও তার ছোট ভাইয়ের বৌ রাহেলা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

যুগান্তর

Leave a Reply