মুন্সিগঞ্জে গজারিয়ায় কেরীর ট্যাবলেট খেয়ে সেলিম(১৫) নামে এক যুবকের আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সেলিম উপজেলা বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া গ্রামের রেনু মিয়ার ছেলে।
সুত্রে জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরীর ট্যাবলেট খেয়ে, শেষ বিদায় জানাতে, এলাকার বন্ধুদের কাছে গিয়ে, বন্ধুদেরর উদ্দেশ্য বলেন; আমাকে ক্ষমা করে দিও,বলার সাথে সাথে সেলিম মাটিতে লুটে পড়েন।
এমতাবস্থায় বন্ধুরা গুরুতর সেলিম মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার রাত ৯টায় সেলিম মিয়ার kঅবস্থা অপরিবর্তিত থাকায় তাকে ঢামেক স্থানান্তর করেন।
সেলিম মিয়ার বড় বোন আছমা সুলতানা ক্রাইম ভিশন২৪ ডট কমের প্রতিনিধি কে জানান, দীর্ঘ একবছর একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। মেয়েটিকে তার পরিবার অন্যতায় বিয়ে দেওয়ার কারনে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে।
ক্রাইম ভিশন
Leave a Reply