আরিফ হোসেন: শ্রীনগরে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মাদকাসক্ত এক সন্তান। উপজেলার খৈয়াগাও গ্রামের মোশারফ শেখের ছেলে সুমন শেখ (২৪) এর ঝুলন্ত লাশ পুলিশ রবিবার বেলা ১১ টার দিকে ষোলঘর এলাকার এ্যাডভোকেট হাবিবুর রহমানের বাগান বাড়ী থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সুমন মাদকাসক্ত ছিল। অনেক দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করে আসছিল। শনিবার রাতের কোন এক সময়ে সে তাদের বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে তার মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শ্রীনগর থানার এসআই ফিরোজ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।