পাঁচ উপজেলার মানুষের যোগাযোগে উন্নয়ন ঘটবে
কাজী সাবি্বর আহমেদ দীপু: দীর্ঘ প্রতীক্ষার পর মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে গজারিয়া উপজেলার সড়ক যোগাযোগ চালু করার লক্ষ্যে মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মেঘনা নদীর মুন্সীগঞ্জ প্রান্তে ফেরিঘাট স্থাপন করতে কার্যক্রম শুরু করেছে বিআইডবি্লউটিএ। আগামী ১৫ দিনের মধ্যে মেঘনা নদীর উভয় প্রান্তে ফেরিঘাট স্থাপন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা। ফেরি চলাচলে যাতে বিঘ্ন দেখা না দেয় সে লক্ষ্যে গজারিয়া প্রান্তে ড্রেজিং কাজ শেষ হয়েছে। মুন্সীগঞ্জ প্রান্তে ড্রেজিং কাজ প্রক্রিয়াধীন।
অন্যদিকে বিআইডবি্লউটিএর ফেরিঘাট স্থাপন কাজ সম্পন্ন হওয়ার পরই মেঘনা নদীর উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। এসব কাজ সম্পন্ন হওয়ার পরই বিআইডবি্লউটিসি কর্তৃপক্ষ যানবাহন পারাপারের লক্ষ্যে মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরিঘাটে চাহিদা অনুযায়ী ফেরি যুক্ত করবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এদিকে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মেঘনা নদীর কারণে মুন্সীগঞ্জ জেলা শহরসহ পাঁচটি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন থাকা গজারিয়া উপজেলা একীভূত হচ্ছে। এর ফলে উপজেলার এক লাখ ৫৮ হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে আর মেঘনা নদী পাড়ি দিতে হবে না, সড়কপথেই মুন্সীগঞ্জ জেলা সদরে যাতায়াত করতে পারবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মুন্সীগঞ্জ প্রান্তের চরকিশোরগঞ্জ গ্রাম-সংলগ্ন মেঘনার তীরে বিআইডবি্লউটিএর তত্ত্বাবধানে শ্রমিকরা ফেরিঘাট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক কাজ সম্পন্ন হওয়ার পরই পন্টুন স্থাপন করা হবে। অন্যদিকে মেঘনার অন্য প্রান্তে গজারিয়া লঞ্চঘাটের উত্তর দিকে ড্রেজিং কাজ সম্পন্ন হওয়ার পর সীমানা নির্ধারণ করা হয়েছে, যাতে ফেরিঘাট থেকে অ্যাপ্রোচ সড়কটি সরাসরি রসুলপুর-গজারিয়া সড়কের সঙ্গে যুক্ত করা যায়।
বিআইডবি্লউটিএর নারায়ণগঞ্জ বিভাগীয় কার্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হক সমকালকে জানান, মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে গজারিয়া উপজেলার সড়ক যোগাযোগ চালু করার লক্ষ্যে মেঘনা নদীর উভয় প্রান্তে ফেরিঘাট স্থাপনের কাজ শুরু করা হয় গত জুলাইয়ে। মেঘনা নদীর গজারিয়া প্রান্তে ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। এখন মুন্সীগঞ্জ প্রান্তে চরকিশোরগঞ্জ এলাকায় ফেরিঘাট স্থাপনের কাজ চলছে। ফেরিঘাট নির্মাণের সব কার্যক্রম শেষ হলেই দু’প্রান্তে পন্টুন স্থাপন করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন সমকালকে জানান, ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে মেঘনা নদীর উভয় প্রান্তে ফেরিঘাট স্থাপনের কাজ করছে বিআইডবি্লউটিএ কর্তৃপক্ষ। তাদের কাজ শেষ হলে অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় কাজগুলো সড়ক ও জনপথ বিভাগ করবে।
সমকাল
Leave a Reply