বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে লৌহজংয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে, উক্ত অনুষ্ঠানে উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.মিজান সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি ও সাবেক হুইপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব আব্দুর রশীদ সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম শোয়েব যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ নুরুল আমিন লিপু লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকির আবু ফয়সাল নিপু লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর হোসেন খান সাধারণ সম্পাদক শাহজাহান সাজু মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন খান টঙ্গীবাড়ী উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মামুন বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, এ সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে আহ্বান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং গণভোজের আয়োজন করায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান,

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে আলহাজ্ব শেখ লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মুন্সীগঞ্জ জেলার কোথাও কোন চাঁদাবাজি বা কোন অপরাধ মূলক কোন কর্মকান্ড করে না, সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে ঐক‍্যবদ্ধ আওয়ামী লীগকে অতীতে কেউ কেউ পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, এ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে সকলকে ঐক‍্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, মুন্সীগঞ্জ জেলার সভাপতি বলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কোন ভূইফোর সংগঠন না এই সংগঠন ১৯৯৪ সালের ১০ ইং জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে , বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে ‌ এই সংগঠন কে মুন্সীগঞ্জ জেলায় এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা মাসুদ খান বাবুর নির্দেশনা অনুযায়ী সারাদেশে একযোগে জাতীয় শোক দিবস পালন করছে, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য সাবেক হুইপ অধ‍্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার ২৩ ইউনিয়নের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত সবগুলো অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা যুবলীগ নেতা মর্তুজা হাসান খান, র‌ঈস আহমেদ রনজু, বাদশা আলম খান, লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজীব সাধারণ সম্পাদক শেখ মোঃ শাওন টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান খান দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সভাপতি শেখ মোঃ বাবুল সঞ্চালনা করেন মোঃ ফরিদ খান।

Leave a Reply