মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুরের সদর উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিতে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
Leave a Reply