কোলকাতায় পুরস্কৃত হলেন নূহ-উল-আলম লেনিন

কোলকাতার সাহিত্য পত্রিকা ‘চোখ’ শুক্রবার মুন্সীগঞ্জের কৃতি সন্তান ড. নূহ-ইল-আলম লেনিনকে বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত করেছে। রাতে পশ্চিমবঙ্গ বাঙলা একাডেমী সভাগৃহে কবি পঙ্কজ সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত বিশিষ্ট কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাংবাদিকসহ সুধীজনের সমাবেশে ‘বঙ্গবন্ধু পুরস্কার-২০১৭’ দেয়া প্রদান করা হয়।

পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সাধন পান্ডে। একইসঙ্গে কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার এবং চোখ সম্পাদক মানিক দে স্বাক্ষরিত মানপত্রও তুলে দেন সাধন পান্ডে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আরও কয়েকজনকে ‘অন্নদাশঙ্কর রায় পুরস্কারে’ ভূষিত করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট কবি অসীম সাহা ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বিশিষ্ট কবি অনুষ্ঠানে যোগ দেন ও স্বরচিত কবিতা পাঠ করেন।

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কোলকাতার সাহিত্য পত্রিকা ‘চোখ’ শুক্রবার মুন্সীগঞ্জের কৃতি সন্তান ড. নূহ-ইল-আলম লেনিনকে বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত করেছে। রাতে পশ্চিমবঙ্গ বাঙলা একাডেমী সভাগৃহে কবি পঙ্কজ সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত বিশিষ্ট কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাংবাদিকসহ সুধীজনের সমাবেশে ‘বঙ্গবন্ধু পুরস্কার-২০১৭’ দেয়া প্রদান করা হয়।

পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সাধন পান্ডে। একইসঙ্গে কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার এবং চোখ সম্পাদক মানিক দে স্বাক্ষরিত মানপত্রও তুলে দেন সাধন পান্ডে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আরও কয়েকজনকে ‘অন্নদাশঙ্কর রায় পুরস্কারে’ ভূষিত করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট কবি অসীম সাহা ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বিশিষ্ট কবি অনুষ্ঠানে যোগ দেন ও স্বরচিত কবিতা পাঠ করেন।

জনকন্ঠ

Leave a Reply