২১ আগস্টের গ্রেনেড হামলা: এখনও আঁতকে ওঠেন মিজি মনির

কাজী সাবি্বর আহমেদ দীপুঃ ১৩ বছর ধরে শরীরে শতাধিক স্পিল্গন্টার বয়ে বেড়াচ্ছেন মুন্সীগঞ্জের মিজি মো. মনির হোসেন (৬৪)। ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতদের একজন তিনি। ওই গ্রেনেড হামলায় পঙ্গুত্ববরণ করেন এই মুক্তিযোদ্ধা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন। দুঃসহ সেই স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় একজন স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী ছিলেন মিজি মো. মনির। ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভামঞ্চের কাছাকাছি। সমাবেশের নিরাপত্তা কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ গ্রেনেড হামলা। একের পর এক গ্রেনেড বিস্টেম্ফারণে দিগ্গি্বদিক ছোটাছুটি শুরু করেন সবাই। সেদিনের হামলায় প্রাণে বেঁচে গেলেও পঙ্গু শরীর নিয়ে জীবনযাপন করছেন তিনি।

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মিজি মনিরের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামে। তারা তিন ভাই, দুই বোন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিন ভাই। দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন তিনি। মিজি মনির বলেন, তিনি বঙ্গবন্ধুর সৈনিক। দুঃখ-কষ্টে দিনযাপন করলেও এই বাংলাজুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই দেখেন সাহসী বীর হিসেবে। আমৃত্যু বঙ্গবন্ধুর সৈনিক হয়েই থাকতে চান তিনি।

মিজি মনির বর্তমানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিনি। আহত এই মুক্তিযোদ্ধা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার সেই রক্তাক্ত বাংলাদেশের ছবি মনে হলে আজও তার দু’চোখ জলে ভিজে যায়। গ্রেনেড হামলার নারকীয় সেই ঘটনায় এখনও তার হৃদয়ে রক্তক্ষরণ হয়।

সমকাল

Leave a Reply