পদ্মার পানি কমতে থাকলেও মুন্সীগঞ্জ শহর-সংলগ্ন ধলেশ্বরী নদীতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় এখন হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধলেশ্বরী নদী অশান্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে স্রোতের তীব্রতাও। এ অবস্থায় মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধে ফাটল থাকা স্থানে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছে তীরবর্তী এলাকাবাসী।
শহরবাসী জানায়, শহর রক্ষা বাঁধ তদারকি ও সংস্কার না করায় বিভিন্ন স্থানে তা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। দেখা দিয়েছে বড় বড় ফাটল। খুলে গেছে বাঁধের ব্লকগুলোও। গত বছরের জুলাইয়ের শুরুর দিকে মালিপাথর এলাকায় বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দেয়। এ ভাঙনে বেড়িবাঁধের ব্লকসহ বিশাল এলাকা ধলেশ্বরীতে বিলীন হয়ে যায়।
শহরবাসী আরও জানান, কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের ওপর নয়াগাঁও চানতারা মসজিদ এলাকা, বাগবাড়ী এলাকাসহ কয়েকটি স্থানে বালুর ব্যবসা করে শহর রক্ষা বাঁধটি ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। ফলে বাঁধের একাধিক স্থানে ব্লকগুলো খুলে গেছে। এ অবস্থায় পানি বৃদ্ধিতে ধলেশ্বরীতে স্ট্রোতের তীব্রতায় যে কোনো সময় বাঁধে ফাটল থাকা স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। মুন্সীগঞ্জ লঞ্চঘাট-সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকার আবদুর রব মিয়া জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় একাধিক বালুবাহী বাল্কহেড ও ড্রেজার নোঙর করে রাখায় ঢেউয়ের তালে সংঘর্ষের ফলে বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
মুন্সীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মাইনুর রহমান বলেন, আজ (বুধবার) সরেজমিনে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাঁধ পরিদর্শন করেছি। বাঁধটি সংস্কার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।
সমকাল
Leave a Reply