শ্রীনগরে ছিনতাই করার সময় যুবলীগ নেতাকে গনধোলাই!

আরিফ হোসেন: শ্রীনগরে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গনধোলাইয়ের শিকার হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক জুয়েল লস্কর ওরফে মলম জুয়েল। সোমবার দুপুরে উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ব্যস্ততম মার্কেট এম রহমান শপিং কমপ্লেক্সের রেড চিলি ফাষ্টফুডের সামনে যুবলীগ নেতা জুয়েল লস্কর ওরফে মলম জুয়েল এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই নারীর চিৎকারে রেড চিলির মালিক এসএম মুরাদ এগিয়ে আসলে মলম জুয়েল তার লোকজন নিয়ে মুরাদের উপর চড়াও হয়। পরে স্থানীয় জনতা মলম জুয়েলকে ধরে গনধোলাই দেয়। এঘটনায় এসএম মুরাদ বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জুয়েল লস্করের বাড়ি উপজেলার আরধী পাড়া গ্রামে।

Leave a Reply