পদ্মায় তীব্র নাব্যতা সংকটে অচল প্রায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট

জসীম উদ্দীন দেওয়ান : পদ্মার লৌহজংয় টার্নিং পয়েন্টে পানির গভীরতা কমে তীব্র নাব্যতা সংকটের কারনে গেল ছয় দিন ধরে মারাত্মক ব্যাহত হচ্ছে মুন্সীগঞ্জের শিমুলিয়া -কাঁঠালবাড়ি নৌ রুট। ঘাটে প্রস্তুত থাকা ১৯ টি ফেরির মধ্যে মাত্র ছয়টি ছোট আকারের ফেরি দিয়ে যানবাহন পারাপার করে কোন রকমে সচল রেখেছে নৌ পথটি। এখনো শিমুলিয়া ঘাটে ছয় সাত দিনে আটকে আছে শত শত মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। তবে বি আই ডব্লিউ টি এর বিকল্প পথ ব্যবহার সংক্রান্ত মাইকিং করার পর ঘাটের পার্কিং ইয়ার্ড থেকে বের হয়ে গেছে কয়েকশত যাত্রীবাহী গাড়ি।

১৪ ঘন্টা পর আটকে পড়া ফেরি যমুনা উদ্ধার হলেও দুই দিনেও উদ্ধার হয়নি রায়পুরা নামের ফেরিটি। সঠিকভাবে নদীতে ড্রেজিং চলছে জানিয়ে ড্রেজিং বিভাগের তত্ববধায়ক প্রৌকশলী সাইদুর রহমানের আশা, দুই তিন দিনের মধ্যে উপযোগি হবে ফেরি চলাচলের পথ।

Leave a Reply