মায়ানমারে নির্যাতন বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

জঙ্গিবাদ নিপাত যাক, মায়ানমারের মানবতা মুক্তি পাক স্লোগানকে প্রতিপাদ্য করে মিরেশ্বরাই প্রতিভাবান সংগঠন মানবন্ধন করেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক রমজান হোসেন, প্রচার সম্পাদক মো. ফয়সাল, সহ-ক্রীড়া সম্পাদক মাহিম, সহকারি কোষাধক্ষ্য জাহিদ হাসান, সিনিয়র সদস্য মো. হুমায়ূন কবীর প্রমুখ মানবন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- বক্তারা, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ও শিশুদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি জানান। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি। যেভাবে হত্যা, অত্যাচার এবং নিপীড়ন চালিয়ে যাওয়া হচ্ছে এভাবে চলতে থাকলে মানবতা হারিয়ে যাবে। অতি শিগগিরই এসব হত্যাযজ্ঞ এবং অত্যাচার বন্ধ করা হোক।

সোনালীনিউজ

Leave a Reply