ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহপতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ রতন, সাংগঠনিক সম্পাদক রনি মাস্টার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, গজারিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য নেওয়া হচ্ছে। সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা একতাবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। পরে নেতা-কর্মীরা সদস্য নবায়ন ও নতুন সদস্য পদ নিতে ফরম পূরণ করে জমা দেন।
বিডি২৪লাইভ
Leave a Reply