হাসিব নামে আড়াই বছরের এক শিশুকে অপহরণের দায়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক সিএনজি অটোরিকশাচালক, তার স্ত্রী ও পালকপুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে রাজধানীর কোতোয়ালি থানার পুলিশ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেফতার অপর দুজন হচ্ছে ওহিদা বেগম (৩০), ও মো. শাহীন (২০-২২)। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন লালবাগ জোনের উপকমিশনার মো. ইব্রাহিম খান।



উদ্ধার হওয়ার পর মায়ের কোলে হাসিব
তিনি জানান, আড়াই বছর বয়সী ছেলে হাসিবকে ডাক্তার দেখাতে মুন্সীগঞ্জ থেকে শনিবার সকাল ১১টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসেন তার মা হাসিনা বেগম। এসময় হাসিবের বোন লামিয়াও (১১) সঙ্গে ছিল। ডাক্তার দেখিয়ে মেয়ে ও ছেলেকে বহির্বিভাগে রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। এই ফাঁকে আনোয়ার হোসেন নামে তাদের পূর্ব পরিচিত এক সিএনজিচালক এসে হাসিবকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তারপর থেকে হাসিবকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে রাজধানীর কোতোয়ালি থানায় অভিযোগ করেন মা হাসিনা বেগম। এর মধ্যে অপহরণকারী মায়ের নম্বরে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করে।



গ্রেফতারকৃত অপহরণকারী আনোয়ার ও তার স্ত্রী-পুত্র
ঘটনা অবহিত হয়ে পুলিশ বিভিন্নভাবে নিশ্চিত হয়ে রবিবার ভোর রাতে নারায়ণগঞ্জের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার ও আনোয়ার হোসেন ও তার পরিবার সদস্যদের গ্রেফতার করে।
অপহৃত শিশুর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। তার বাবা সিঙ্গাপুর প্রবাসী সৃজন শেখ। অপহরণকারীর বাসাও একই এলাকায়।
বাংলা ট্রিবিউন
Leave a Reply