বারেকের ন্যাংটার মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের ভিটি শীল মন্দির এলাকায় বারেক নেংটার মাজারের নারী খাদেম আমেনা বেগম ও আর একজন নারী ভক্ত তাইজুল বেগমের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মাজারের বাইরে রক্তের চিহৃ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মাজারের ভিতর থেকে দুই নারীর গলা কাটা লাশ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্ষনের কোন ঘটনায় পর তাদের হত্যা করা হয়েছে, অথবা মাজারের জমি সংক্রান্ত কোন বিরোধ আছে কিনা সেই ব্যাপারটিও তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

ছবি সংগৃহিত

Leave a Reply