ইসলাম ধর্ম নিয়ে কটু মন্তব্যে স্কুল শিক্ষক বরখাস্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে ঘৃণ্য মন্তব্য করায় মাধ্যমিক স্কুলের এক হিন্দু শিক্ষক সাময়িকভাবে চাকরি হারিয়েছেন। গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এটিএ কৃষ্ণকান্ত মণ্ডল তার আইডিতে হিন্দু২৪ লাইভ ফাইলস ওয়ার্ল্ড প্রেস কমে পোস্ট করা ইসলাম ধর্মের ওপর ঘৃণ্য নানা মন্তব্যে শেয়ার করেন। রোববার স্কুল সময়ে বিষয়টি প্রকাশের পর এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল জানান, তিনি ইসলাম সম্পর্কে না জেনে বা না পড়ে শেয়ার করেছেন। শিক্ষকের পোস্ট করা লেখা এলাকায় বিভিন্ন ফেসবুক আইডিতে প্রকাশের পর স্কুলের ছাত্র, স্থানীয় জনগ, ক্ষুব্ধ হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা করে। বিষয়টি অল্প সময়ে সারা উপজেলায় তোলপার শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ জানান, বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বসেছি। শিক্ষককে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ছাত্রছত্রীসহ এলাকার জনগণ ক্ষুব্ধ। প্রশাসন অল্প সময়ে উপস্থিত হওয়ায় অবাঞ্ছিত কিছু হয়নি। উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন জানান, তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর

Leave a Reply